বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঘটনায় জড়িতদের বিচার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা হামলা করে বলে অভিযোগ করেছে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা ১১টার দিকে চারুকলা অনুষদের সামনে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় অবস্থান নেয়। হামলাকারীদের বিচার চেয়ে স্লোগান দেয় তারা। এক পর্যায়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের (প্রশাসনিক ভবন) সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। হামলায় যারাই জড়িত থাকুক তাদের শাস্তি নিশ্চিত করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসকেবি/এএ