ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এছাড়াও সেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতানসহ বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য পরে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ আয়োজিত বার্ষিক পিকনিকে যোগ দেন। সেখানে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমআরএম/আরআর/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।