শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাবি ছাত্র ইউনিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
দু’দিনব্যাপী সম্মেলন শেষে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক জিএম জিলানী।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহরিয়ার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা মিতুল ইভা, সাংগঠনিক সম্পাদক অন্তর আলী, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন চন্দ, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক রাসেল মার্ডি, সাংস্কৃতিক সম্পাদক আফরুকুন নাহার তানিয়া ও সমাজকল্যাণ সম্পাদক ইমামুল বাকের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মানিক, অথৈ ও শাকিল।
এ উপলক্ষে নবগঠিত কমিটির সদস্যরা শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্ট, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এএ