শনিবার (১৮ ফেব্রুয়ারি) মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম গ্রাজুয়েশন অনুষ্ঠানে-২০১৭ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের ঊদ্দেশ্যে শাহ আবদুল হান্নান বলেন, মানারাতের শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো।
ধর্মীয় শিক্ষার বিষয়ে পোপ ফ্রান্সিসের কথার সূত্র টেনে তিনি বলেন, ধর্মহীন শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষা দিতে হবে। যারা ‘ও’ লেভেল পাস করেছে তাদের মানারাতেই ‘এ’ লেভেলে ভর্তি হওয়ার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. এম উমার আলী, ট্রাস্টের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক এটিএম ফজলুল হক, ট্রাস্ট সেক্রেটারি সৈয়দ এ বি জাফর আহমেদ, কলেজের উপাধ্যক্ষ ফাতেমা জেমাইমা রহমান, মুনশী হারুন অর রশীদ, ‘ও’ এবং ‘এ’ লেভেলের কো-অর্ডিনেটর তাহমিনা ইয়াসমীন প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী মানারাতের ছয়জন শিক্ষার্থীকে পদক ও সম্মাননা দেওয়া হয়। এরা হলেন ‘এ’ লেভেলের শিক্ষার্থী মেহেরিন তাসফিয়া শওকত, নোশিন ফাইরুজ, এবং ‘ও’ লেভেলের শিক্ষার্থী আদৃকা খান, ওয়সির মুহাম্মদ রুমী, রাইয়ান ইসরাক আহসান, সামিয়া আফাফ নেহা।
অনুষ্ঠানে ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থীদের হাতেও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাটক, গান, কবিতা ও আবৃত্তি মুগ্ধ করে অতিথিদের।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ওএইচ/এইচএ/