বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হক।
‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ স্লোগান সামনে রেখে এ আয়োজন করছে এফইটি বিভাগ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনির হোসেন, আফজাল হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, দু’দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সেমিনার, খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২৪ ফেব্রুয়ারি) রয়েছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন, ব্যান্ড ‘আর্টসেল’ এর ওপেন কনসার্ট।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার। উৎসবে মূল বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও বাউকুলের উদ্ভাবক ড. এম এ রহিম।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ওএইচ/এএ