ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন পরিষদে এলজিএসপি-২ এর অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়।

আগানগর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ্‌ খুশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

জাহাঙ্গীর শাহ্‌ খুশী বলেন, এলজিএসপি-২ এর অর্থায়নে আগানগর ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৪ জন শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা ও পেন্সিল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও কৃষক লীগের সহ-সভাপতি মো. রফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।