রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, তিন পার্বত্য জেলায় ইউএনডিপি সিএইচটিডিএফ এর প্রকল্পভুক্ত ২১০টি বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দিলেও স্কুল ম্যানেজম্যন্ট কমিটি (এসএমসি) কর্তৃক পরিচালিত ৪৬টি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা আসেনি।
বাদ পড়া ৪৬টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও তৃতীয় ধাপে অর্ন্তভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ