সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আনোয়ারুল হক বেগ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে ড. নূর মো. রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক পদে ড. ফরহাদ হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. হাসানুজ্জামান আকন্দ, কোষাধ্যক্ষ পদে ড. নাজমুন নাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ ইছাক, সাংগঠনিক সম্পাদক পদে ড. কে. বি. এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে খাইরুল কবির নির্বাচিত হয়েছেন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক জুলফিকার আহমেদ রেজা, অলি আহাদ সেতু, গোলাম রাব্বানী, তোফায়েল হোসেন, মহব্বত আলী এবং মারজানা ইয়াসমিন।
নব-নির্বাচিত রহমত-ফরহাদ পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি। এ সময় নির্বাচিত শিক্ষক নেতাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
** শেকৃবিতে ৩ বছর ধরে ‘নেই’ শিক্ষক সমিতি ও নীল দল
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
জেডএস