মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জবি উপাচার্য ড. মীজানুর রহমান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেছে।
উপাচার্য বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করেছি।
অন্যদিকে জবি প্রক্টর বাংলানিউজকে বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়ে এবং পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কারণে সম্রাট নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছি।
তবে হামলাকারী ৮/১০ জন হলেও শুধুমাত্র একজনকে বহিষ্কার করায় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবি, শুধু একজনকে নয় হামলাকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সম্রাট তার দলবল নিয়ে চারুকলা বিভাগের পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হন। এরপর চারুকলা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জবি প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ডিআর/জেডএস