ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি পিএসএস বিভাগে হামলার ঘটনায় মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
শাবিপ্রবি পিএসএস বিভাগে হামলার ঘটনায় মানববন্ধন শাবিপ্রবি পিএসএস বিভাগে হামলার ঘটনায় মানববন্ধন-ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগে হামলার ঘটনায় মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের অয়োজন তারা।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিভাগের সমিতি নির্বাচন কেন্দ্র করে সমিতির নব-নির্বাচিত ভিপি সরদার মনসুরের উপর পরাজিতদের হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় বুধবার (১ মার্চ) সরদার মনসুর আহমেদ বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা রহমান বরাবর লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি হামলার দায়ে বিভাগের সাবেক শিক্ষার্থী জাকারিয়া মাসুদ, পরাজিত প্রার্থী দেবাশীষ বর্মণ রুবেল ও মাজহারুল ইসলাম সবুজসহ বেশ কয়েকজনকে দায়ী করেন।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ০২, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।