ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি এফইটি অ্যালামনাইয়ের বার্ষিক পরিকল্পনা ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
শাবিপ্রবি এফইটি অ্যালামনাইয়ের বার্ষিক পরিকল্পনা ঘোষণা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ অ্যালামনাইয়ের নতুন সদস্য এবং বাৎসরিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

রোববার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফইটি অ্যালামনাই সমিতির সভাপতি মনির হোসেন।

তিনি জানান, সকালে অ্যালামনাইয়ের একাডেমিক এ বিল্ডিংয়ে অনুষ্ঠিত প্রথম কার্যকরী সভায় এ পরিকল্পনা ঘোষণা দেওয়া হয়।

নতুন সদস্যদের জন্যে ফি নির্ধারণ করা হয়েছে ১০০০টাকা।

সমিতির মহাসচিব মোহাম্মদ আফজাল হোসেন জানান, এক বছর মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে অ্যালামনাইয়ের যৌথ ব্যাংক একাউন্ট খোলা, ওয়েবসাইট তৈরি, ক্যারিয়ার ওয়ার্কশপ, মেধাবৃত্তি, ক্রীড়া টুর্নামেন্ট, বাৎসরিক বনভোজন, সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে সমিতির সদস্যদের  সম্মাননা।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।