ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

জাবি ক্যাম্পাসের প্রকৃতিক পরিবেশ রক্ষার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
জাবি ক্যাম্পাসের প্রকৃতিক পরিবেশ রক্ষার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ছাড়া অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

রোববার (১২ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যপক নাসিম আখতার হোসাইন বলেন, স্থাপনার নামে প্রকৃতিবান্ধব শিক্ষার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।

প্রকৃতিকে ধ্বংস করতে দেবো না।

এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, সাবেক ডিন সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।