ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয় দিনব্যাপী ২৯তম রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে ৬৮ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষক-ছাত্র কেন্দ্রের কনফারেন্স কক্ষে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহায়তায় বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জিটিআইয়ের পরিচালক প্রফেসর ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জসিমউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আবদুর রহমান সরকার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম ও ময়মনসিংহ রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।  

এছাড়া প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিবসহ রোটার‌্যাক্ট ক্লাবের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।