মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিন সদস্যের কমিটিকে পাঁচদিনের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এরআগে সোমবার (১৩ মার্চ) রাতে ছাত্রদের কক্ষ বরাদ্দের দায়িত্ব প্রশাসনের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে বিক্ষোভ ও হল প্রভোস্টের কক্ষ ভাঙচুর করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পরিকল্পিতভাবে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইনকে মারধর করে তারা।
সাংবাদিক মারধরের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসকেবি/এএটি/এএ