সোমবার (২০ মার্চ) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাশুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা মানা যায় না।
ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বছরের পর বছর ধরে হলে গেস্ট রুম সিটিং কিংবা ৠাগিংর মধ্যদিয়ে নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনুশীলন করানো হয় এটা তারই একটি বহিঃপ্রকাশ।
এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অতিদ্রুত অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তীব্র ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই অন্যায় প্রতিহত করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘন্টা, মার্চ ২০, ২০১৭
পিএম/টিআই