মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
সনাকের খাগড়াছড়ি শাখার সভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সুজনের খাগড়াছড়ি শাখার সভাপতি প্রফেসর ড. বোধিসত্ত্ব দেওয়ান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধান কুমার চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন জেএসসি এবং একজন জেডিসি পরিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/