(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও ক্যাম্প। বাংলাদেশে প্রথম এ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির বিতর্ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট।
বুধবার (২২ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ মার্চ) হ্যান্ডবল গ্রাউন্ডে এ উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।
চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা চলবে ২৬ মার্চ পর্যন্ত। এতে সারা দেশের ১৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন বলে জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আশিকুজ্জামান শাওন, সহ-সভাপতি আবু হামজা ইব্রাহিম, মাঝহারুল বিল্লাহ, মকবুল চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২০১৭
ওএইচ/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।