ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ২৫-২৬ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ২৫-২৬ মার্চ ট্রেনিং প্রোগামের পোস্টার, ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী ‘এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’র আয়োজন করেছে।

দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এ ট্রেনিং অনুষ্ঠিত হবে। সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনডিএফ বিডি’র মেধাবী বিতার্কিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার এতে অংশ নেবেন।

এ আয়োজনের স্লোগান হচ্ছে-‘সাগর বাঁচাও, সাগরে বাঁচি’। ট্রেনিংয়ে প্রতিযোগিতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থায় নেতৃত্ব বিকাশের বিভিন্ন কর্মশালার সঙ্গে সাগর তীর পরিচ্ছন্ন রাখা ও সাগরকে প্রাণিকুলের বসবাস উপযোগী রাখতে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

শুক্রবার (২৪ মার্চ) প্রোগ্রামে অংশগ্রহণকারী দল ঢাকা থেকে যাত্রা শুরু করবে। দুই দিনব্যাপী এ অয়োজনের  নেতৃত্ব দেবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।