মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে তাদের এ দাবি জানাতে দেখা যায়।
এ সময় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি বিধি অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ ও ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির দাবিও তোলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, আমাদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিন। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হলে তার দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসেস বিলকিস জাহান, সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, মো. আব্দুল মালেক, মিসেস হাসিনা পারভীন, মো. আব্দুল মজিদ, সুনীল চন্দ্র পাল, মো. শামসুল হুদা প্রামাণিক, মো. ছফি উল্যা খান, মো. শাহে আলম, মো. জহির উদ্দিন বাবর, মো. মফিজ উদ্দিন, অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এজেড/জেডএম