ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
জাবিতে ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন জঙ্গিবাদবিরোধী মানববন্ধন, ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান জানান দিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, জঙ্গিবাদ এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

সবাইকেঐক্যবদ্ধভাবে এ ব্যাধির মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মৌলবাদ ও জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থান জানানোর জন্য এবং দেশবাসীকে সচেতন করার জন্য এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

জঙ্গি মোকাবেলায় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।

মানববন্ধনে জ‍াবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।