সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষায় কেউ বহিষ্কার হননি। বহিষ্কার হননি কোনো কেন্দ্র পরিদর্শকও।
তিনি বলেন, রোববার (০২ এপ্রিল) সকাল ১০টায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯৬০ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এনইউ/জেডএস