ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

অ্যাথলেটিক্সে জাবির ২ শিক্ষার্থীর ব্রোঞ্জ জয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
অ্যাথলেটিক্সে জাবির ২ শিক্ষার্থীর ব্রোঞ্জ জয় ২ শিক্ষার্থীর ব্রোঞ্জ জয়, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পঞ্চম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস’র অ্যাথলেটিক্স বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

রোববার (২ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স দলের কোচ এস এম সাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ ও ৩০ মার্চ বুয়েট মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ইসমাইল গাজী ৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে দু’টি ব্রোঞ্জ পদক জয়ী হন।

এছাড়া পোলভল্ট ইভেন্টে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আরিফুল ইসলাম জয় একটি ব্রোঞ্জ পদক লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।