ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

বরিশালের আইএইচটিতে পরীক্ষায় ২ ছাত্র বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বরিশালের আইএইচটিতে পরীক্ষায় ২ ছাত্র বহিষ্কার

বরিশাল: বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) পর্ব সমাপনী পরীক্ষায় নকলের দায়ে দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) আইএইচটি’র একাডেমিক ভবনের ৪০৫ নম্বর কক্ষে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

আইএইচটির অধ্যক্ষ ডা. স্বপন কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার ইনস্টিটিউটের সব শিক্ষার্থীদের ফিজিওলজি পরীক্ষা ছিলো।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে প্রথমবর্ষের দুই পরীক্ষার্থীর পাশে কাগজে লেখা নকলের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় পড়ে থাকা নকল ওই দুই পরীক্ষার্থীর নয় বলে দাবি করলেও হলের অন্যান্য পরীক্ষার্থীরা তাদের দু’জনকেই দায়ী করেন।

এর পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই ছাত্রের পরীক্ষার খাতা জব্দ করে নিয়ে যান। পাশাপাশি তাদের পরীক্ষার হল থেকে বের করে দেন।

বহিষ্কৃতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে অধ্যক্ষ বলেন, নিজেদের ভুল স্বীকার করায় তাদের পরবর্তী পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএস/ওএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।