বরিশাল: এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বরিশাল শিক্ষাবোর্ডের ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ শিক্ষাবোর্ডের ৬ জেলার ১১৬টি কেন্দ্রে মোট ৭১১ জন পরীক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এ তথ্য জানান।
তিনি জানান, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় মোট ৫৪ হাজার ৮৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ১২৯ জন অংশ নেয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ২ জন, ঝালকাঠিতে ২ জন, পিরোজপুরে ৪ জন ও ভোলায় ৮ জন রয়েছে।
এবছর ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত গড়ে ১ দশমিক ৩১ শতাংশ। ২০১৬ সালে যা ছিলো ১ দশমিক ২৫।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমএস/আরআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।