বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী মোশারফ চিরিরবন্দর উপজেলার গোছাহার গ্রামের জহরুল ইসলামের ছেলে ও একই এলাকার রুবেল ইসলাম হামিদুল ইসলামের ছেলে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৩য় দিনের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় দু’জন পরীক্ষা দিচ্ছিল। এ সময় তাদের সন্দেহ হলে পরীক্ষার কাগজপত্র যাচাই করে দেখা যায়, এবারের গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আ: হাকিম ও মো. মনিরুল ইসলামের বদলি হিসেবে মো. মোশারফ হোসেন ও মো. রুবেল ইসলাম পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা দেন।
বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
জেডএম/