শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এ প্রতিযোগীতার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
ঢাকায় তিনটি ভ্যেনুতে প্রতিযোগিতায় বসে ষষ্ঠ থেকে দাদ্বশ শ্রেণির ক্ষুদে প্রোগ্রামাররা।
এরপর বিকেল ৪টায় কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের জাতীয়ভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত থাকবেন।
গত ৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় আঞ্চলিক প্রতিযোগিতা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
ইইউডি/টিআই