ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে কুমিল্লা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ৪, ২০১৭
পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে কুমিল্লা

ঢাকা: পাসের হারের দিক দিয়ে এবার প্রথম হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। সব থেকে পিছিয়ে কুমিল্লা। আর সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এই হার ৮১ দশমিক ২১ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বোর্ডের পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

তৃতীয় চট্টগ্রাম বোর্ড, পাশের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ। এরপর দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
 
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।
 
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
 
 এছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং কারিগরি বোর্ডে (ভকেশনাল) ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।