রাজশাহীর সৃষ্টি স্কুলে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা
রাজশাহী: বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রাজশাহীর সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার (২৩ মে) দিনব্যাপী বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী তাদের গবেষণালব্ধ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীরা দর্শনার্থীদেরকে তাদের আবিষ্কার সম্পর্কে অবগত করেন।
মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে তাদের মন্তব্য লিখে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন।
বিজ্ঞান ও আইসিটি মেলা সকাল ১০টায় শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ সময় : ২০৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসএস/জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।