ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে আইইউবি প্রথম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ইউনির্ভাসিটি রোভার চ্যালেঞ্জ আর্ন্তজাতিক রোবটিক প্রতিযোগিতায় ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি) অংশগ্রহণকারী বাংলাদেশি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

ইউনির্ভাসিটি রোভার চ্যালেঞ্জ বিশ্বের শীর্ষস্থানীয় রোবটিক প্রতিযোগিতা, যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নকশা করা মঙ্গল-যান (রোভার) প্রদর্শিত হয়।

প্রতিযোগিতাটি প্রতি বছর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ মরুভ‍ূমি অঞ্চলে অনুষ্ঠিতহয়।

এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দী দলগুলোকে পরবর্তী প্রজন্মের মঙ্গলযান তৈরির চ্যালেঞ্জ জানানো হয়, যেসব যান ভবিষ্যতে নভোচারীদের সাথে সেই লালগ্রহের বুকে অভিযান চালাবে।

ইউনির্ভাসিটি রোভার চ্যালেঞ্জ ২০১৭ -তে রেকর্ড সংখ্যক ১৬টি দেশের ৮২ দল অংশগ্রহণ করে। দুই পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ বাছাই পর্বের মধ্য দিয়ে ৩৬টি দলকে মাঠ পর্যায়ের প্রতিযেগিতার জন্য নির্বাচন করা হয়। ৭টি দেশের ৩৫টি দল তাদের রোভারগুলো নিয়ে ইউটাহের মরুভ‍ূমিতে উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।

শেষ পর্যন্ত ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)-র ‘টিমঅ্যাটেন্ডেন্ট’ দল অংশগ্রহণকারী বাংলাদেশি দলগুলোরমধ্যে প্রথম, এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং বিশ্বে দশম স্থান অধিকার করে।

২০১৬-১৭ একাডেমিক বছরে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর এক হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত ছিল।

তিনদিনের প্রবল প্রতিযোগিতা শেষে মিসৌরি ইউনির্ভাসিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথমবারের মতো যুক্তরাস্ট্রের প্রথম কোন বিশ্ববিদ্যালয় হিসাবে রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ‍ূড়ান্ত বিজয়ী হয়। চেসতোকোভা ইউনির্ভাসিটি, পোল্যান্ড এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।