বুধবার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রতিটি থেকে ১০০ নম্বর করে ৩০০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
আরবি/