ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির উন্নয়নে এক হয়ে কাজ করার ডাক ভিসির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
যবিপ্রবির উন্নয়নে এক হয়ে কাজ করার ডাক ভিসির যবিপ্রবির উন্নয়নে এক হয়ে কাজ করার ডাক ভিসির

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উন্নয়নের স্বার্থে সব কর্মচারীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা সকলে মিলে যদি এক সঙ্গে কাজ করি, তবে এই বিশ্ববিদ্যালয়কে একটি ভালো ও সুন্দর বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে পারবো। ’

রোববার (১৮ জুন) যবিপ্রবি গ্যালারিতে কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন কর্মচারীদের ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।

কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুল আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্লা পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মওলানা আকরামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।