মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ভিসির সফরসঙ্গী বাংলা একাডেমির সাবেক পরিচালক আব্দুল ওহাব, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজীজ, স্থানীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু প্রমুখ।
এর আগে শাহজাদপুর উপজেলা হলরুমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসি ড. বিশ্বজিৎ ঘোষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা দেয়া হয়। এতে স্থানীয় সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরবি/