বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এনটিইসি’র ১৪তম সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ নির্দেশ দেন।
সভায় জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল আইন-২০১৭ এর পরিমার্জিত খসড়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিইসি গঠনের আসল উদ্দেশ্য ছিলো ভালো শিক্ষক তৈরি করা এবং যারা ভবিষ্যতে শিক্ষকতাকে পেশা হিসেবে নেবেন তাদরে যথাযথভাবে প্রস্তুত ও মোটিভেট করা। দেশের শিক্ষকরা শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধন ও কার্যকর মান নিশ্চিত করার জন্য এ কাউন্সিল গঠন করা হয়।
আগামী জুলাইয়ের মধ্যে খসড়ার উপর মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। পেশা হিসেবে শিক্ষক তৈরি করার বিষয়টি যাতে আইনে থাকে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমআইএইচ/জিপি