ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির হল খুলছে শুক্রবার, ক্লাস শুরু শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
রাবির হল খুলছে শুক্রবার, ক্লাস শুরু শনিবার

রাবি: গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল ফিতরের ছুটি শেষে শুক্রবার (৩০ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। সকাল ৯টায় নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা।

৩৪ দিনের ছুটি শেষ হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী শনিবার (০১ জুলাই) ক্লাস-পরীক্ষা শুরু হবে। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয় পরিবহনের বাস সবগুলো রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৭ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস বন্ধ ছিল। তবে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু ছিল গত ১৮ জুন পর্যন্ত। আর ১৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭টি আবাসিক হল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, জুন ২৯, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।