ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ১৩ দিনের ছুটি শেষে খুলছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। রোববার (০২ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
ইতোমধ্যেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠছে আবাসিক হলগুলো।
ক্যাম্পাস ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ।
তবে আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিন এখনও না খোলায় খাবার নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে আগত শিক্ষার্থীদের।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭ু
এসআরএস/এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।