ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে উচ্চশিক্ষার পথ উন্মোচিত হয়। তবে তৎকালীন বাংলায় একটি মাত্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার চাহিদা পূরণে মোটেও সক্ষম ছিল না।
নানা পথ পরিক্রমায় ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন-১৯৫৩’ পাস হয়। ওই বছরের ৬ জুলাই দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। নয়টি অনুষদের আওতায় ৫৭টি বিভাগ ও দুটি ইনিস্টিটিউটে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে প্রতিষ্ঠানটি। এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনিস্টিটিউট। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণা কাজে দিক-নির্দেশনার দায়িত্বে রয়েছেন প্রায় সাড়ে ১৪’শ শিক্ষক।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এমজেএফ/