ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: পবিত্র ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রোববার (০৯ জুলাই) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

শনিবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (০৬ জুলাই) ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম আগের সময়ানুযায়ী শুরু হবে।

এদিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে জবি শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। এতে ক্যাম্পাস আবারও শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠেছে।

গত ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সব ক্লাস এবং গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।