সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য এক সভায় এ কথা বলেন। তারই সভাপতিত্বে ‘উচ্চশিক্ষা কারিকুলামে ৭১-এর গণহত্যা’ এ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হারুন-অর-রশিদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা মানব জাতির ইতিহাসে এক কলঙ্কময় ঘটনা। সেটি মনে রেখেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা কারিকুলামে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি পূর্ণ কোর্স সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য আবশ্যিক করা হয়েছে। শিক্ষার বিভিন্নস্তরেও এটি তুলে ধরতে হবে।
শাহরিয়ার কবির বলেন, পাকিস্তানের উচিত ছিল বহুপূর্বেই এজন্য বাঙালিদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।
সভার শুরুতে ৭১-এর গণহত্যার ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর নোমান উর রশীদ, ট্রেজারার, ডিন, বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আইএ