শিক্ষার্থী নিখোঁজের প্রায় দু’মাস পর ভিসির এ পদক্ষেপের কথা জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় গণসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলনের সন্ধানে সচেষ্ট। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ২৩ মে রাত সাড়ে ৩টায় কিছু সংখ্যক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে মেসে ঢুকে সবার মোবাইল ফোন চেক করে। এসময় উপস্থিত মেসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয়পত্র না দেখিয়ে বরং ছাত্রদের ধমক দিয়ে চুপ থাকতে বলেন।
এসময় তারা মো সাদেকুল ইসলাম (মিলন)-এর মোবাইল চেক করে তাকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে গত ২৪ মে আদাবর থানায় মো. সাদেকুল ইসলাম (মিলন)-এর এক আত্মীয় সাধারণ ডায়েরি করেন, যার নম্বর- ১১৫৯। ’
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ডিআর/এএ