সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। একই সময় উপ-উপাচার্য তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক তপন কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আন্দোলনকারীদের পক্ষে অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, শিক্ষক সমিতির মধ্যস্থতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করেছে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, দ্রুত মামলা প্রত্যাহার বিষয়ে যে প্রসেস রয়েছে তা ফলো করে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৫ জুলাই) থেকে মামলা প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। অনশনের ৩য় দিনে তারা প্রশাসনের আশ্বাসে অনশন প্রত্যাহার
করলো।
গত ২৭ মে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও ও ভাঙচুর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এএ