ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্থগিত ডিপ্লোমা কোর্স পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
স্থগিত ডিপ্লোমা কোর্স পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রাজশাহী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদী গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রায় দুই বছর ধরে স্থগিত থাকা পরীক্ষা দ্রুত নেয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী ইনসান আলী বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি স্কুলে সহকারী গ্রন্থাগারিকের পদ সৃষ্টি করেছেন। সাধারণত বিভিন্ন স্কুল, কলেজে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরির শর্ত হিসেবে প্রফেশনাল এ কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এ সার্টিফিকেট দিয়ে নিয়োগ নিবে, কারও বেতন চালু হবে, আবার কেউ তিন বছরের মধ্যে সার্টিফিকেট জমা দিবে এ শর্তে এমপিও নিয়েছে। কিন্তু এক বছর মেয়াদের এ কোর্সটি দুই বছর পার হয়ে গেলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর কথা থাকলেও ২৫ ফেব্রুয়ারি রাতে হঠাৎ তা স্থগিত করা হয়। এর পর শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফোন করলেও পরীক্ষার কোনো তারিখ জানানো হয়নি।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষা স্থগিতের ফলে পরের ব্যাচের পরীক্ষা অর্থাৎ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষার এক বছর মেয়াদান্তে এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিলো।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরীক্ষা না হওয়া শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তায় পড়েছে। পরিবার-পরিজন নিয়ে বিভীষিকাময় পরিস্থিতির অবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন তারা।

এ জন্য শিক্ষার্থীরা দ্রুত এ কোর্সের পরীক্ষা নেয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ