ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

রাবিতে এমপিএসসি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোর্স

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
রাবিতে এমপিএসসি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোর্স ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধীনে এমপিএসসি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স (মাস্টার্স অফ প্রফেশনাল সায়েন্স ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স) কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আখতার ফারুক।

দুই বছর মেয়াদী এই কোর্সে দুইজন বিদেশিসহ আটজন অংশ নিচ্ছে।

বিশেষায়িত এমপিএসসি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোর্স বাংলাদেশে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো।

বিভাগীয় সভাপতি প্রফেসর আইয়ুব আলীর সভাপতিত্বে ওরিয়েন্টশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোর্স সমন্বয়কারী প্রফেসর এম ছায়েদুর রহমান ও প্রফেসর সুশান্ত কুমার ভট্টাচার্য বক্তব্য রাখেন।

এছাড়া কোর্সে অংশগ্রহণকারী দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মো. মনিমুল হক।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।