ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
হাবিপ্রবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস, ডায়নামিক রিপোর্ট রাইটিং অ্যান্ড জেনারেটিং প্যাকেজ ইউজিং স্টুডিও’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।

আবুল কাসেম বলেন, শিক্ষকদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই। প্রশিক্ষণ একজন শিক্ষককে দক্ষ করে গড়ে তোলে। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশ নিয়েছেন।

এর আগে, সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবুল কাসেম বিশ্ববিদ্যালয়ে গ্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলামসহ প্রকৌশল শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ