ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

৬ মাস ধরে নিখোঁজ রাবি শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
৬ মাস ধরে নিখোঁজ রাবি শিক্ষার্থী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী নামে এক শিক্ষার্থী ছয় মাস ধরে নিখোঁজ রয়েছেন।

ফরহাদের মা ফাহিমা খাতুন অভিযোগ করে বাংলানিউজকে বলেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে যাবার পথে নগরীর ডিঙ্গাডোবা মোড় থেকে ফরহাদকে র‌্যাব পরিচয়ে কয়েকজন একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় জিডি করার পর চারমাস পার হলেও এখনও কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, ফরহাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাবা মীর ফজলুল করিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী পদে অবসর গ্রহণ করেছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আমি থানায় নতুন জয়েন করেছি। এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।