ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ কমেছে ৩৯১৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ কমেছে ৩৯১৮

ঢাকা: উচ্চ মাধ্যমিকে এবার কারিগরি শিক্ষা বোর্ডে আশঙ্কাজনকভাবে কমেছে জিপিএ-৫ এর হার। এ বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ হাজার ৬৬৯ জন, যা গত বছর ছিলো ৬ হাজার ৫৮৭ জন। এ হিসেবে কমেছে ৩ হাজার ৯১৮ জন। এবার জিপিএ-৫ এর হার মাত্র ২ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর কারিগারি শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ৯৭ হাজার ১৪ জন। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী মাত্র ২৮ হাজার ২৪৯ জন।

পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭৮ হাজার ৯০৪ জন। মোট পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ।

এ বছর এ বোর্ড থেকে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিলো। গত বছর  ১ লাখ ২ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।