জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো আহসান উল হাসান, তামিম আহমেদ, তানভীর হোসাইন রকিব, সাইফ আল সাফাত, মো. কামরুল ইসলাম, ফয়সাল ইমরান সোহাগ, মো. মারুফ আল আলিফ খান, মো. মারজান ফিরোজ, এ জেড এম ওলিওল্লাহ, মাশরুফ হাসান নাইম, মো. মাহিন জামান লাবিব, মো. রায়হান কবির, মো. সাহাব উর রহমান, আবু জাহিদ মো. রাগিব, মো. শিহাব শাহরিয়ার, মো. হাসিবুল ইসলাম আপন, এস এম আফিফ ইবনে ইয়ার, মো. আনাস আমিন রহমান, মো. তানভীর আহমেদ হৃদয়, নাজমুস সাকিব ইবনে শাহিন, মো. সুলতান মাহমুদ, মো. মেহেদী হাসান, এ কে এম সাফা মুত্তাকিন, শিরাজুল মামুন মীম, রকিন এম ইকতিদার, আবির হাসান ভূইয়া, মো. ফাইয়াজ শাহরিয়ার, শামেন আবির শান্ত, শাহরিয়ার আহমেদ পাভেল, শাহরিয়ার আহমেদ, মো. শিহাব মহতাসিন শুভন, মো. সাজেদ রহমান, সৈয়দ ফরহান আহমেদ, সাদ বিন জহির, মাহমুদুল হাসান ইউসুফ, আরিফ মোহাম্মদ ইফতেখার, মাশরাফি বিন আজম, তৌফিক ইলাহি, ইমরানুল বাশার, মো. সাকলাইন তুষার ভূইয়া, খন্দকার সাদমান সাকিব, কাওছার আহমেদ ইয়াছিন, আল শাহরিয়ার আহমেদ, মো. ফাতিন ইশরাক ফারুক, আশিকুর রহমান ও তামজিদ শারহান হোসাইন।
এছাড়া অনিয়মিত মো. নাহিদ হোসেন সাকিব এ গ্রেড পেয়েছে বলে সূত্রটি জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. ওহিদুর রহমান বাংলানিউজকে জানান, নিয়ামানুবর্তিতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সুন্দর ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
আরএ