রোববার (২৩ জুলাই) দুপুরে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ওই কলেজে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কলেজ প্রাঙ্গণে বাদ্য-বাজনা বাজিয়ে উল্লাসের জানান দেন তারা।
জেলার অন্যান্য অনেক কলেজই জিপিএ-৫ পায়নি। বিএএফ শাহীন কলেজে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২৬। এর মধ্যে ছাত্র ১৫১ এবং ছাত্রী ৭৫ জন।
এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী ফেল করেছে। কলেজটির পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ।
বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম তালুকদার বাংলানিউজকে বলেন, ভালো ফল করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। আশা করি ভবিষ্যতেও ভালো ফলের এ ধারা অব্যাহত থাকবে।
এবার মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২৯০ জন। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৪০৭ জন। মৌলভীবাজারে মোট জিপিএ প্রাপ্তের সংখ্যা ৭৩ জন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএ/