ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে বিভিন্ন প্রকার দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ২- এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের মৎস্য চাষের বর্তমান অবস্থা এবং প্রবনতা: প্রত্যাশা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহের সাবেক মহা পরিচালক ড. মো. গোলাম হোসেন।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর ছাদেক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদযাপন কমিটির সদস্য সচিব ও মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. রেজওয়ানুল হক।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।