ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

ববিতে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ববিতে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ববিতে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

বরিশাল: বিভিন্ন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একাডেমি ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ বিক্ষোভ শুরু করেন। এসময় তারা একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম নয়ন বাংলানিউজকে জানান, সাধারণ শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা সোমবার সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধার কোঠা না রাখায় নিন্দা ও তা বহাল কারার দাবি, ভিসি’র অপসারণের দাবির পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি দাবিনামা প্রস্তুত করা হচ্ছে। যা আজই প্রকাশ করা হতে পারে।

অপরদিকে বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে ভিসি’র অপসারনের দাবি ও আন্দোলন বহাল থাকবে। ক্যাম্পাসে এমন পরিস্থিতিতে ভিসি ঢাকায় অবস্থান করছেন। তাকে তাদের (শিক্ষার্থীদের) সামনে এসে কথা বলতে হবে।

তবে, যারা আন্দোলন করছে তাদের দাবিগুলো মূলত কি সেগুলো এখনো নিশ্চিত করে জানা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা শিক্ষকরা দেখছি কিভাবে এর সমাধান করা যায়। আজ ঢাকায় সিন্ডিকেটের জরুরি সভা রয়েছে, সেখান থেকে এর কোনো সমাধান আসতে পারে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ক্যাম্পাসে তালা ঝোলানোর বিষয়টি শুনেছি, শিক্ষার্থীরা একাডেমিক ভবনের শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খল‍া পরিস্থিতি মোকাবেলার জন্য ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।