ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম জাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম জাবি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯টি ইভেন্টের মধ্যে সব থেকে বড় ইভেন্ট রঙমেশালিতে প্রথম স্থান অধিকার করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

রোববার (৩০ জুলাই) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

এ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৪টি দল মূলপর্বে অংশ নেয়। এতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট গান, আবৃত্তি, মুকাভিনয় ও নৃত্য পরিবেশন করে ১ম স্থান অধিকার করে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ